‌‘আমরা চাই না যুদ্ধাপরাধী আর দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় আসুক’

পিরোজপুর প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) বলেছেন, আমরা চাই না যুদ্ধাপরাধীরা কিংবা দুর্নীতিবাজ তারেক রহমান আবারও এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক।

শুক্রবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া গ্রামে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা চাই না দুর্নীতিবাজরা আবারও রাষ্ট্র ক্ষমতায় এসে লম্ফজম্ফ দিক।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সামনে এগিয়ে যাবে। নৌকা ক্ষমতায় আসলে দেশে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়ন হয়। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণির মানুষ ভাতা পাচ্ছে, মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে এবং শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন বই পাচ্ছে। তবে শেখ হাসিনা ক্ষমতায় না আসলে আবারও দেশ অন্ধকারে চলে যাবে। আবারও দুর্নীতি শুরু হবে, সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠবে। আবারও যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলার পতাকা ছুড়ে দিয়ে এদেশে চাঁদ তারার পাকিস্তানী পতাকা উড়াবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। দেশের তিনটি উপকূলীয় জেলার চারটি স্থানে আনুষঙ্গিক সুবিধাদিসহ মৎস অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিএফডিসি ১১ কোটি ৯২ লক্ষ টাকা ব্যয়ে মৎস অবতরণ কেন্দ্রটি নির্মাণ করেছে।

বঙ্গোপসাগর থেকে মাছ আহরণকারীদের জন্য জেটি ও পন্টুন, প্যাকিং শেড, মৎস্য অবতরণ শেড, আড়তঘর ও বরফকল সুবিধা রয়েছে এ অবতরণ কেন্দ্রটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights