আমেরিকা ছাড় দিয়েছে বলে জানা নেই

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের ‘অবৈধ, ডামি’ নির্বাচনকে বৈধতা দেয়নি। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কয়েকদিন আগেও ৭ জানুয়ারির নির্বাচনে যে জালিয়াতি হয়েছে তা স্পষ্টভাবে বলেছে। গণতন্ত্রের প্রশ্নে তারা কোনো ছাড় দিয়েছে বলে আমার জানা নেই। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মার্কিন যুুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, একসঙ্গে কাজ করার কথাও বলেছেন- এ প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক থাকতে পারে। তারা ‘অবৈধ, ডামি নির্বাচন’ সুষ্ঠু হয়েছে এ কথা বলেনি। তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমেরিকার যে কমিটমেন্ট সেখান থেকে তারা সরে আসেনি। এখানে যে নির্বাচন পদ্ধতি, নির্বাচনি সহিংসতা তা নিয়ে তারা আগের অবস্থানে রয়েছে। রিজভী আরও বলেন, বহু কর্তৃত্ববাদী দেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক রয়েছে। একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক থাকে। দেশের জনগণ তো স্বাধীনতাকে জিম্মি করেনি। তারা (যুক্তরাষ্ট্র) দেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলেছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights