‌‘আসক্তিহীন’ নতুন ব্যথানাশক ওষুধের অনুমোদ দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

নতুন ধরনের ব্যথানাশক ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ। দাবি করা হচ্ছে, এই ব্যথানাশক আসক্তিমূলক নয়। প্রাপ্তবয়স্কদের স্বল্পমেয়াদি ব্যথার চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহার করা যাবে।

ব্র্যান্ড নাম জারনাভ্যাক্স হিসেবে পরিচিত সুজট্রিজিন নামে এই ওষুধটি মানুষের শরীরের ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই কাজ করতে শুরু করে।

প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারটেক্স ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ বলছে, এই ওষুধটিতে আসক্তি সৃষ্টিকারী উপাদান ওপিওয়েড নেই। এটি মাঝারি থেকে গুরুতর ব্যথাও উপশম করতে পারে।

ব্যথানাশক ওষুধের আসক্তিজনিত সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে বহু বছর ধরে। ২০১৭ সালে একে জাতীয় লজ্জা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনস্বাস্থ্যজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

মানুষের শরীরে নতুন ব্যথানাশক ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতে এফডিএ বলেছে, অস্ত্রোপচারের পর ব্যথা কমানোর ক্ষেত্রে জারনাভ্যাক্স কার্যকারিতা দেখিয়েছে। এই ওষুধের অনুমোদন দেওয়াকে জনস্বাস্থ্য খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর হিসাব অনুসারে, প্রতিবছর আসক্তি উদ্রেগকারী ওপিওয়েড ব্যবহারের কারণে দেশটিতে হাজার হাজার মানুষ মারা যায়। ২০২২ সালে মাত্রাতিরিক্ত ওপিওয়েড ব্যবহারের কারণে ৮২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন। ট্রাম্প বলেছেন, তিনি কানাডা এবং মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানির ওপর ২৫ শতাংশ সীমান্ত করারোপ করবেন। দেশে বিপুল পরিমাণে ফেন্টানিল (শক্তিশালী সিন্থেটিক ওপিওয়েড) প্রবেশ ঠেকানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হবে।

ওপিওয়েড শরীরের ব্যথার সংকেতগুলোকে মস্তিষ্কে পৌঁছাতে দেয় না। এই প্রক্রিয়া চলাকালীন মস্তিষ্ক নিউরোট্রান্সমিটার ডোপামিনে ভরে যায়। এটি আনন্দের অনুভূতি তৈরি করে। আর এসবের মধ্য দিয়ে ওপিওয়েড অনেক বেশি আসক্তি তৈরি করে।

ভারটেক্স কোম্পানির হিসাব অনুসারে, তীব্র ব্যথায় ভোগা রোগীদের মধ্যে যাদের শুরুতে ওপিওয়েড ব্যথানাশক দিয়ে চিকিৎসা করা হয়, তাদের প্রায় ১০ শতাংশই দীর্ঘ মেয়াদে ওপিওয়েড ব্যবহারে আসক্ত হয়ে পড়েন।

তবে ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই জারনাভ্যাক্স ভিন্ন উপায়ে কাজ করে। ভারটেক্স বলেছে ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম অনুমোদন পাওয়া কোনো নতুন ধরনের ব্যথানাশক ওষুধ এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights