আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামা’আত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭.৩০ মিনিটে
আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামা’আত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে (ইনশাআল্লাহ)।
উক্ত জামা’আতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটি ও পঞ্চায়েতের পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বংশাল পঞ্চায়েত ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মুতাওয়াল্লী মোহাম্মদ আওলাদ হোসেন।
তিনি জানান, প্রতি বছর ন্যায় এবারো ঈদ জামাতে নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করেছেন। এছাড়াও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ঢাকাসহ বিভিন্ন জেলা মসজিদ ও ঈদগাঁহ ময়দানে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা করেছে। তবে বৈরী আবহাওয়া থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাঁহে নামাজ আদায় সম্ভব না হলে ঈদের জামাত ঢাকাসহ বিভিন্ন জেলার মসজিদে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।