ইউক্রেনের সোলেদার শহরের নিয়ন্ত্রণ নিয়ে যা বলছে রাশিয়া

অনলাইন ডেস্ক
রাশিয়ার ওয়াগনার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণখনি সমৃদ্ধ শহর সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। অবশ্য ইউক্রেন দাবি করেছে, তাদের বাহিনী অবস্থান ধরে রেখেছে।

এই অবস্থায় শহরটির নিয়ন্ত্রণ নিয়ে অস্পষ্টতা সৃষ্টি হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, সোলেদারের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া এখনই ঘোষণা দিতে চায় না। তবে ইতিবাচক বাঁক আছে বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনে রাশিয়ার সর্বোচ্চ নেতার (ভ্লাদিমির পুতিন) ঘোষিত লক্ষ্য পূরণ হলেই কেবল রাশিয়ার সামরিক সফলতা অর্জন হবে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী (এয়ারবোর্ন ইউনিট) সোলেদারের উত্তর এবং দক্ষিণ অংশ অবরোধ করে রেখেছে। এক টেলিগ্রাম বার্তায় আরও জানানো হয়েছে, তাদের বিমানবাহিনী শত্রুর শক্ত ঘাঁটিতে আঘাত করছে।

অন্যদিকে সোলেদার নিয়ন্ত্রণ হারানোর তথ্য অস্বীকার করছে ইউক্রেনের সেনাবাহিনী। বাহিনীর পূর্ব কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, সেখানে তীব্র লড়াই চলছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা যায়। টেলিভিশনে ইউক্রেন বাহিনীর এই কমান্ডার বলেন, ‘সোলেদারের যুদ্ধ গুরুত্বপূর্ণ। ফ্রন্ট লাইন ভেঙে রুশ সেনাদের সেখানে নিয়ন্ত্রণ নিতে দেওয়া হয়নি। তবে পরিস্থিতি জটিল বলে স্বীকার করেন তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights