ইলিশ মোকাম পাঙাশের দখলে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বর্তমানে বরিশালের অভ্যন্তরীণ নদীতে ইলিশ নেই। তাই জেলে ও ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ হয়েছে নদীর পাঙাশ মাছ। নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে এখন পাঙাশ মাছের দখলে। প্রতিদিন মোকামে বিভিন্ন সাইজের পাঙাশ বেচা-বিক্রি হচ্ছে। মোকামের ব্যবসায়ীরা জানান, প্রজনন মৌসুম শেষ হওয়ার পর অক্টোবরের শেষ দিকে বেশ ভালো পাঙাশ মাছ ধরা পড়ে। যার কারণে পোর্ট মোকামে পাঙাশ মাছের আধিক্য ছিল। কিন্তু এখন একটু কমে গেছে। তবে শীত পড়লে আবারও পাঙাশ মাছ পাওয়া যাবে।

পোর্ট রোডের ব্যবসায়ী রানা সিকদার বলেন, দক্ষিণাঞ্চলের বৃহৎ এই মোকামে ইলিশের আমদানি কম থাকলেও শীতের শুরুতে প্রতি বছরই পাঙাশ মাছের আমদানি বাড়ে। হালকা শীতে কুয়াশায় ঢাকা নদীগুলোর ওপর ভাগে উঠে আসে পাঙাশ। এ কারণে জেলেদের জালে এই সময়টিতে বেশি ধরা পড়ে নদীর পাঙাশ। ৫শ থেকে শুরু করে ১২শ টাকা কেজিতে বিক্রি হয় এসব মাছ।

তিনি জানান, বর্তমানে ইলিশ নেই বললেই চলে। গতকাল পোর্ট রোড মোকামে মাত্র ৫০ মণ ইলিশ মাছ কেনা-বেচা হয়েছে। যার কারণে দামও বেশি। জাটকা সাইজের ইলিশের মণ বিক্রি হয়েছে ২০-২২ হাজার টাকা দরে।
এ ছাড়া এলসি ৬০-৭০ হাজার ও কেজি সাইজের প্রতি মণ ৮০-৮২ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ইলিশগুলো ডিম ছেড়ে সাগরে চলে যাওয়ায় অভ্যন্তরীণ নদীগুলোতে বড় ইলিশ তেমন একটা ধরা পড়ছে না বলে জানান তিনি।

শুধু পোর্ট রোড মোকামেই নয়, জেলার নদীর তীরবর্তী পাইকারি ও খুচরা বাজারে প্রতিদিন বিভিন্ন সাইজের অন্তত ১০-১৫টি পাঙাশ বিক্রি হচ্ছে।

মেঘনা নদীতে মাছ ধরা জেলে সুলতান মাঝি বলেন, ইলিশ নেই। তবুও নদীতে জাল ফেলতে হয়। ওই জালে দু-একটি পাঙাশ ধরা পড়ে। এতে মোটামুটি চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights