ইসরায়েলকে হিজবুল্লাহর নয়া হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
ইসরায়েল গাজায় তাদের সেনা অভিযান অব্যাহত রেখেছে। বিপরীতে হামাস, হিজবুল্লাহ ও হুথি যোদ্ধারাও সাধ্য মতো ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
এবার চলমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা শেষ নাঈম কাসেম। তিনি বলেছেন, ইসরায়েল গাজায় বেসামরিক নাগরিক হত্যা অব্যাহত রাখলে তা আরো বড় যুদ্ধের ঝুঁকি বাড়াবে।
নাঈম বলেছেন, এই অঞ্চলে আরো গুরুতর ও ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আর সেই পরিস্থিতি আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।
বৈরুতে দেওয়া সাক্ষাৎকারে এই হিজবুল্লাহ নেতা আরো বলেন, বিপদ এখন আরো বাস্তব। কারণ, ইরসারয়েল সাধারণ মানুষের ওপর তাদের আগ্রাসন আরো বাড়িয়েছে। আরো নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে।
ইসরায়েলকে সম্ভাব্য সব উপায়ে জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই হিজবুল্লাহ নেতা।
লেবাননের এক নারী ও তিন শিশুকে হত্যার জবাবে গ্রাড রকেট ছুড়ে এক ইসরায়েলি বেসামরিক নাগরিককে হত্যা করেছে হিজবুল্লাহ। চলতি সংঘাতে প্রথম বারের মতো এই অস্ত্র ব্যবহার করেছে তারা।
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহও প্রত্যেক বেসামরিক নাগরিক হত্যার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।