উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক মিসাইল গিয়ে পড়ল জাপানের জলসীমায়

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক মিসাইল জাপানের জলসীমায় গিয়ে পড়েছে।

বৃহস্পতিবার মিসাইল দুটি নিক্ষেপ করা হয়। সেগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) গিয়ে পড়েছে অভিযোগ করেছেন জাপানের সংসদীয় প্রতিরক্ষা উপমন্ত্রী কিমি ওনোদা।

তিনি বলেন, “ব্যালিস্টিক মিসাইল দুটি ইইজেডের ভেতরে গিয়ে পড়েছে।”
বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি (ইইজেড) জাপানের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেছেন, “উত্তর কোরিয়া নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

কিশিদা বলেন, “এই মিসাইল উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিধির লঙ্ঘন; এবং এটি একটি বেপরোয়া পদক্ষেপ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানি বাড়িয়ে দেয়।” সূত্র: দ্য জাপান টাইমস, সিবিএস নিউজ, ফক্স নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights