উন্মোচিত ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফি, থাকছে যেসব বিশেষত্ব

নিজস্ব প্রতিবেদক
উন্মোচিত হলো নতুন মোড়কে ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি। আধুনিক ডিজাইন, নান্দনিকতা, এবং বৈশ্বিক ঐক্য এই তিন বিষয়কে উপজীব্য করে তৈরি করা হয়েছে দৃষ্টি নন্দন ট্রফিটি। জানা গেছে, এটি প্রস্তুত করেছে বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোং, যা বিশ্বমানের কারুকার্যের জন্য পরিচিত।

সোনায় মোড়ানো পৃথিবীর আকৃতির ট্রফিটিতে ফিফার ২১১ সহযোগী দেশের নাম খোদাই করা আছে, যা বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। ব্যবহার করা হয়েছে বিশ্বের ১৩টি ভাষা। এর ফলে ট্রফিটির সর্বজনীনতাকে ফুটিয়ে তুলেছে।

২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপের নতুন আসর। প্রথমবারের মত যেখানে অংশ নেবে ৫ মহাদেশের ৩২ ক্লাব। ১১ শহরের ১২ ভেন্যুতে হবে ম্যাচ গুলো। ১২ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।
ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের মধ্যে চূড়ান্ত হয়েছে ৩১ দলের নাম। দলগুলো হলো-

স্বাগতিক
ইন্টার মায়ামি।

এএফসি ও সিএএফ থেকে ৮টি দল
আল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান হুন্দাই, আল আহলি, উইদাদ এসি, তিউনিস, মামেলোডি সানডাউনস।

কনকাকাফ থেকে ৪টি দল
মারিও মোন্তোররেই, সিয়াটল সাউন্ডার্স, লিওন, পাচুকা।

কনমেবল ও ওএফসি থেকে ৭টি দল
পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, বোকা জুনিয়র্স, অকল্যান্ড সিটি।

উয়েফা থেকে ১২টি দল
চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেইন, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, অ্যাথলেটিকো মাদ্রিদ, রেড বুল সালসবার্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights