এআইয়ের ছোঁয়ায় বদলে যাচ্ছে অপরাধ জগত, ইউরোপোলের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপরাধ জগতে নতুন মাত্রা যোগ করছে। অপরাধীদের কার্যক্রম স্বয়ংক্রিয় ও আরও বিস্তৃত করছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো সহজ করে দিচ্ছে বলে সতর্ক করেছে ইউরোপোল।
গত সপ্তাহে প্রকাশিত ইউরোপোলের ‘সিরিয়াস অ্যান্ড অর্গানাইজড ক্রাইম থ্রেট অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, এআই-এর— সহজলভ্যতা, অভিযোজন ক্ষমতা এবং উন্নত প্রযুক্তি— বৈশিষ্ট্যগুলো অপরাধীদের জন্য শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে।
প্রতিবেদনে জানানো হয়, অপরাধীরা এআই ব্যবহার করে কার্যক্রম আরও দক্ষ ও প্রভাবশালী করে তুলছে। বিশেষ করে জেনারেটিভ এআই বিভিন্ন ভাষায় প্রতারণামূলক বার্তা তৈরি করে অপরাধীদের আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে। এছাড়া, ভয়েস ক্লোনিং ও লাইভ ভিডিও ডিপফেইক প্রযুক্তির মাধ্যমে পরিচয় চুরি ও প্রতারণার নতুন কৌশল তৈরি হচ্ছে।
এআই-এর অটোমেশন ক্ষমতা অপরাধীদের আরও আধুনিক ম্যালওয়্যার তৈরি করতে সাহায্য করছে, যা সাইবার অপরাধ বাড়িয়ে তুলতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, স্বয়ংসম্পূর্ণ (ফুলি অটোনোমাস) এআই ভবিষ্যতে পুরোপুরি এআই-নিয়ন্ত্রিত অপরাধ চক্র গড়ে তুলতে পারে। এতে অপরাধ জগতে এক নতুন অধ্যায় শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপোল।