“একাকি”
কবি-হাসিনা মরিয়ম
সুনীল সমুদ্রের নীল আকাশে
নিঃশব্দ নিরবতার মাঝে
একটা গাংচিল উড়ে যায়..
ক্লান্তিতে তার ডানা দুটো নুয়ে আসে,
একাকি ডানা ঝাপটায় বারবার,
জ্যোৎস্নার স্নিগ্ধ ছোঁয়া ভিজিয়ে দিয়ে যায় তাকে, আবেশে বন্ধ করে চোখ…
ভালবাসা না পাওয়ার কষ্টে
তিরতির করে ঠোঁট
দূরে পেঁচার করুন আর্তনাদ
যেন তারই একাকিত্ব স্মরণ করিয়ে দেয়..
শিউরে শিউরে উঠে অব্যক্ত কষ্টে..
ক্ষীন আশা নিয়ে গাংচিল প্রতিক্ষায় কাতর..
হয়তো ফিরে আসবে সে
যার জন্য একাকী কেটে যাচ্ছে
দিন..মাস…বছর..।।