এক মিনিটেই শেষ ফাইনাল ম্যাচ

অনলাইন ডেস্ক

গত ডিসেম্বরে বিতর্কিতভাবে স্থগিত হয়েছিল যে ফাইনাল, সেটি শেষ হলো আরও বেশি বিতর্কের জন্ম দিয়ে। এক মিনিটেই শেষ হয়ে গেল ম্যাচ, যেটি জিতে তুর্কি কাপের শিরোপা জয় করল গালাতাসারাই।

ইস্তাম্বুল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরের শহর সানলুরফায় রবিবার (০৭ মার্চ) ফাইনালের প্রথম মিনিটেই গোল করেন গালাতাসারাইয়ের আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। এরপরই খেলা ছেড়ে দিয়ে মাঠ ছেড়ে যায় ফেনারবাচে দল। নিয়ম অনুযায়ী জিতিয়ে দেওয়া হয় প্রতিপক্ষকে।

তুরস্কের সংবাদমাধ্যমের খবর, ফেনারবাচের এই পদক্ষেপ ছিল তাদের একটি চাওয়া পূরণ না হওয়ার প্রতিবাদ। আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে খেলবে
ক্লাবের পক্ষ থেকে তুর্কি ফেডারেশনকে তাই অনুরোধ করা হয়েছিল, এই ফাইনাল ম্যাচটি এখন স্থগিত করে পরে আয়োজন করার জন্য। তাদের সেই অনুরোধ রাখা হয়নি। ফেনারবাচে তাই ফাইনালে মাঠে নামায় তাদের অনূর্ধ্ব-১৯ দলকে এবং এক মিনিট পরই মাঠ ছেড়ে যায়।

ফেনারবাচের ওয়েবসাইটে বিশাল বিবৃতিতে দিয়ে নিজেদের এই পদক্ষেপের কারণ বিস্তারিত ব্যাখ্যা করেন ক্লাবের সভাপতি ইয়ালদারাম আলি কচ। ‘বছরের পর বছর ধরে চলে আসা অন্যায়ের’ নানা ঘটনা তিনি তুলে ধরেন এবং বিদ্রোহের সুর তুলে বলেন, “তুর্কি ফুটবলে সবকিছু পুন:স্থাপন করার সময় এখন।” পরে সামাজিক মাধ্যমে ফেনারবাচেও নিজেদের অবস্থান তুলে ধরে ফেনারবাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights