এখনও ইসরায়েলে ঢুকছে হামাস যোদ্ধারা

অনলাইন ডেস্ক
বিপুল সংখ্যক হামাস যোদ্ধা ইসরায়েলে প্রবেশ অব্যাহত রেখেছে। গাজার সীমান্তবর্তী কিছু ইসরায়েলি শহরে এখনও সক্রিয় যুদ্ধ চলছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে।

আইডিএফ জানিয়েছে, সীমান্ত বেড়া এবং অন্যান্য পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। হামাস যোদ্ধারা যেসব পয়েন্ট দিয়ে ইসরায়েলে প্রবেশ করছে সেসব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
ইহুদি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণাঞ্চলে গুলি বিনিময়ের সময় তিনজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী আরও ১৬ জন নিহত সৈন্যের নাম প্রকাশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে দাড়িয়েছে। আহতের সংখ্যা ২ হাজার ২৭০ জন।

গত শনিবার ইসরায়েলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা। মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস।

শনিবারের হামলার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। সোমবারও ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। এ ছাড়া ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে দেশটির সেনাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights