এবার ‘পাঠান’ নিয়ে দিল্লি হাইকোর্টের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

গত সপ্তাহে ‘পাঠান’-এর ট্রেলার মুক্তির পর, এবার নতুন নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। ছবির আরও বেশ কিছু অংশ বদল করতে বলা হল প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্মস’কে।

কী কী বদল আসতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিতে? নতুন নির্দেশিকা অনুযায়ী, ছবিতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকদের জন্য হিন্দিতে অডিও বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই সমস্ত বদল করে আবার সেন্সর বোর্ডে জমা দিতে হবে ‘পাঠান’। তবে মুক্তি আগামী ২৫ জানুয়ারিতেই। এদিন হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে আসবে ‘পাঠান’। তার আগেই কি বদলগুলো করে ফেলতে হবে?

আদালতের নির্দেশে অবশ্য সময়সীমা দেওয়া রয়েছে ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত। তারপর সেন্সর বোর্ডের সিদ্ধান্তের জন্য বরাদ্দ ১০ মার্চ পর্যন্ত। তার মধ্যেই ‘পাঠান’-এর পরিমার্জিত সংস্করণ আনতে হবে। যদিও, আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে ছবিমুক্তির ক্ষেত্রে নতুন কোনও নির্দেশিকা জারি হয়নি। সবটাই ওটিটি-মুক্তির জন্য।
নির্দেশিকা বলছে, আগামী এপ্রিলেই অ্যামাজন প্রাইম ভিডিওতে চলে আসবে ‘পাঠান’। তার মধ্যে সাবটাইটেল সংযোজন এবং অডিওর কাজ সেরে ফেলতে হবে নির্মাতাদের।

‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পাওয়ার পর পরই বিতর্কের সূত্রপাত। দীপিকার বিকিনির রং গেরুয়া কেন, তা নিয়েই নিন্দার ঝড় তোলেন একাংশ। জড়িয়ে যায় রাজনৈতিক অনুষঙ্গ। তার পরই ‘অশ্লীলতা’র দায়ে অভিযুক্ত হয় পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই কাজ। কিছু দিন আগেই সেন্সর বোর্ডের হাতে ‘পাঠান’-এর একাধিক দৃশ্যে কাঁচি চলেছে । গানের কথায় বদল এসেছে। যদিও বাদ পড়েনি দীপিকার বিকিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights