এমপির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে হত্যার হুমকির অভিযোগ

দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের এক নেতা।

টাঙ্গাইল- ২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য আমিনুল ইসলাম আমিন।

আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ওই আওয়ামী লীগ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ১৪ মার্চ ঘাটাইল (পোড়াবাড়ী)- শালিয়াজানী- গোপালপুর-সরিষাবাড়ী (জগন্নাথগঞ্জ) জেলা মহাসড়ক (জেড-৪০১৭) রাস্তা ভিডিও কনভারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি নামফলক স্থাপন করা হয়। কিন্তু কয়েক মাস যাওয়ার পর সংসদ সদস্য ছোট মনির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলকটি ভেঙে নিজের (ছোট মনির) নামে নতুন একটি নামফলক স্থাপন করেন, যা গোপালপুরের সাধারণ মানুষ সবাই অবগত আছেন। তার এই কাজের প্রতিবাদ করায় সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে তিনি বিভিন্ন সময় হত্যা ও গুমের হুমকি দিয়েছেন।’

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে আমিনুল ইসলাম আমিন বলেন, ‘ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হই। ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, ইব্রাহিম খা কলেজ ছাত্রসংসদের নির্বাচিত জিএস, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় লাভ করি। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। বর্তমানে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য পদে থেকে তৃণমূল আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করে যাচ্ছি। কিন্তু বর্তমানে নিজ দলের সংসদ সদস্য ছোট মনির এবং তার সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির স্বীকার হয়ে পরিবার পরিজনসহ আতঙ্কে দিনাতিপাত করছি।’

তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য ছোট মনির শুধু আমাকে হয়রানি করেই ক্ষান্ত হন নাই। ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, ভূয়াপুরের তিনবারের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত মেয়র মাসুদুল হক মাসুদ প্রাধানমন্ত্রীর নিদের্শনায় আসহায়দের কম্বল বিতরণ করতে গেলে ছোট মনিরের নির্দেশে আমিসহ একজন বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা চালানো হয়।’

যদিও এই হামলার পরে কোনো আইনানুগ ব্যবস্থা নেননি বলে জানান তিনি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে গত ৩ মার্চ ছোট মনিরের নির্দেশে ভূঞাপুর থানায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে দাবি করেন আমিনুল ইসলাম।

এই স্থানীয় আওয়ামী লীগ নেতার অভিযোগ, গোবিন্দাসী ঘাটে তার বৈধ বালু ঘাটও সংসদ সদস্যের লোকজন দখল করে নিয়েছেন।

কেন সংসদ সদস্য তাকে হুমকি দিচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘ছোট মনির ও তার সন্ত্রাসী বাহিনীর অপকর্মের প্রতিবাদ করায় তারা আমার ওপর ক্ষুব্ধ।’

হত্যা ও গুমের হুমকির অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু আমি না, ছোট মনিরের ভয়ে কেউ থানায় যেতে চায় না। তার বিরুদ্ধে অনেকেই বলতে চায়, কিন্তু ভয়ে বলে না। আজকে সংবাদ সম্মেলন করায় আমি এবং আমার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারি।

এদিকে এসব অভিযোগের বিষয়ে সোমবার বিকালে এমপি ছোট মনির সাংবাদিকদের বলেন, ‘অভিযোগকারী কিছুটা মানসিকভাবে অসুস্থ। আমার বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকির অভিযোগ আনা হয়েছে। কিন্তু তিনি প্রমাণ দিতে পারবেন না।’

এমপি ছোট মনির আরও বলেন, ‘তিনি আমারই লোক ছিলেন। তাকে চালিয়েছি আমি। তিনি মনোনয়ন না পেয়ে দুইবার আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছেন। দুইবার বহিষ্কার হয়েছেন। তাকে নির্বাচন করতে না করেছিলাম। হেরেছেন, হারার পর থেকে তিনি উল্টাপাল্টা করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights