এরদোয়ানের সঙ্গে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল-জোলানি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করেন।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সাবেক এই বিদ্রোহী নেতা দ্বিতীয়বারের বিদেশ সফরে বর্তমানে তুরস্কে রয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কের রাজধানীতে পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন আল-জোলানি।

বিমানবন্দরের ভিডিও ফুটেজে দেখা যায়, তুরস্কের সরকারি একটি বিমানে করে আঙ্কারার বিমানবন্দরে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট। সিরিয়ার এই প্রেসিডেন্ট সৌদি আরব থেকে তুরস্ক সফরে গেছেন। সফরকালে উপসাগরীয় অঞ্চলের শক্তিশালী অর্থনীতির দেশ সৌদির কাছ থেকে সিরিয়া পুনর্গঠনে অর্থায়ন এবং ১৩ বছরের গৃহযুদ্ধের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে সহায়তা চেয়েছেন তিনি।

সূত্র : এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights