এসিআরএফের আত্মপ্রকাশ : আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব রিশাদ

অনলাইন ডেস্ক

আত্মপ্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন এন্টি করাপশন রিপোর্টার্স ফোরাম (এসিআরএফ)।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

সংগঠনের আহ্বায়ক হয়েছেন এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি তাওহীদ সৌরভ এবং সদস্য সচিব হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মুহাম্মদ রিশাদ হুদা।
কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আবদুর রহমান মাসুম, ডেইলি সানের প্রধান প্রতিবেদক মোর্শেদ নোমান, ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার হাসিব বিন শাহিদ ও বাংলাবার্তার বিশেষ প্রতিনিধি শেখ জাহিদুজ্জামান। শিগগিরই এর একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে বলে জানা গেছে।

আহ্বায়ক কমিটি গঠনের পরপরই নবগঠিত সংগঠনের নেতারা দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুনের সঙ্গে দেখা করেন। দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে দুর্নীতি প্রতিরোধে সকল কার্যক্রমে সংগঠনের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights