এ বছর অস্কারে বাজিমাত করলেন যারা

অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কারণে স্থগিত করা হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।

অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার ঘোষণা শুরু হয়।

২৩টি বিভাগে প্রদান করা হয়েছে অস্কার পুরস্কার। মনোনয়নের তালিকায় ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ সিনেমার জয়জয়কার ছিল। ‘এমিলিয়া পেরেজ’ ১৩টি শাখায় আর বাকি দুটি সিনেমা ১০টি করে মনোনয়ন পায়। তবে জয়ের দৌড়ে ‘আনোরা’ সবাইকে টপকে গেছে। চলুন জেনে নিই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার পুরস্কার—

সেরা সিনেমা: আনোরা
সেরা পরিচালক: বেকার (আনোরা)

সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা পার্শ্ব-অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন)

সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসনের (আনোরা)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ)

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কনক্লেভ
সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই অ্যাম স্টিল হেয়ার
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো (লাটভিয়া)
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: নো আদার ল্যান্ড
সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট

সেরা সম্পাদনা: আনোরা
সেরা কস্টিউম ডিজাইন: উইকেড

সেরা প্রোডাকশন ডিজাইন: উইকেড
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ডিউন: পার্ট টু

তথ্যসূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights