ওমানের ঘূর্ণিজাদু, বাংলাদেশকে ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড!
অনলাইন ডেস্ক
আইসিসি বিশ্বকাপ লিগ টু-এর ওমান-নামিবিয়া ম্যাচে ওমান নতুন একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। ওমান তাদের পাঁচ স্পিনার দিয়ে এক ইনিংসে ১৯৯ বল বোলিং করে ওয়ানডেতে এক ইনিংসের পুরোটাই স্পিনারদের দিয়ে করানোর বিশ্বরেকর্ড গড়ে। এর আগে, এই রেকর্ডটি ছিল বাংলাদেশের নারী ক্রিকেট দলের নামে, যারা ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৩ বল বোলিং করেছিল।
ওমানের আল আমেরাত গ্রাউন্ডে গতকাল নামিবিয়া ৩৩.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায়। ওমানের বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ ৪ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন আমির কালিম ও জয় ওদেদরা। পাঁচ স্পিনার মিলিয়ে তারা ১৯৯ বল বোলিং করেন।
ওমান ২২.৪ ওভারে ১০০ রান করতে সফল হয়, তবে ম্যাচটি জিততে তাদের অনেক কষ্ট হয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন আমির, তিনি ৩৩ বলে ২১ রান করেছেন এবং বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন।
ওমান এখন ১৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ লিগ টু-এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।
ওয়ানডেতে এক ইনিংসের পুরোটাই স্পিনারদের দিয়ে করানোর রেকর্ড
বোলিং দল প্রতিপক্ষ সাল
১৯৯ বল ওমান নামিবিয়া ২০২৫
১৪৩ বল বাংলাদেশ অস্ট্রেলিয়া ২০২৪ (নারী ক্রিকেট)
১৩৫ বল পাকিস্তান ভারত ২০১৭ (নারী ক্রিকেট)
৩২ বল যুক্তরাষ্ট্র নেপাল ২০২০