ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ

অনলাইন ডেস্ক
তিন ম্যাচ ওয়ানডে সিরজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুরশিদা খাতুনের অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশ নারী দল। সেটিই ছিল এতদিন টাইগ্রেসদের সর্বেোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ৭ উইকেটে ২৩৪ রান, ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে। আর আজ (২৭ নভেম্বর) সব ছাড়িয়ে ২৫২ রানের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো বাংলাদেশের মেয়েরা।

মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান আসে সুপ্তার ব্যাট থেকে। সেঞ্চুরির জন্য যখন ৪ রান বাকি তখন বল বাকি ছিল ৭টি। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার। ফ্রেয়া সারজেন্টের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন সুপ্তা। ৮৯ বলের ইনিংসটি ১৪টি চারের মারে ইনিংসটি সাজান সুপ্তা। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল ৭৪ রান।

বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফারজানা হক-মুর্শিদা খাতুন। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৫৯ রান। মুর্শিদা ৩৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর শুরু হয় ফারজানা-সুপ্তার জুটি। এই জুটি থেকে আসে ১০৪ রান। বাংলাদেশ পায় বড় রানের ভীত।

৬১ রানে ফারজানার আউটে ভাঙে এই জুটি। তখনো সাবলীল খেলছিলেন সুপ্তা। জ্যোতির সঙ্গে গড়েন ৬১ রানের জুটি। ২৮ বলে ২৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। সুপ্তা আউট হলে স্বর্ণা আক্তার-সোবহানা মোস্তারি ইনিংস শেষ করে আসেন। স্বর্ণা ১৩ ও সোবহানা ৫ রানে অপরাজিত ছিলেন।

আইরিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফ্রেয়া। ১টি করে উইকেট নেন লাউরা ডিলানি ও অ্যামি মাগুইর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights