কবিতারঃ তাওবার প্রতিদান

সাদিয়া সুলতানা

দিব্বি সুখে খাওয়া-দাওয়া আর ঘুম,
জীবনের দিনগুলো কাটছে বেমালুম।
আর কতো?
আর কতো?

তুমি কি জানো না?
দুনিয়াতেই জীবনের পরিসমাপ্তি হয় না।
তুমি এতো নিশ্চিত কীভাবে?
তোমার শেষ পরিনতি নিয়ে কে ভাববে?

জীবনকে প্রতিটি পদক্ষেপে,
নিজেকে দিয়েছো ইবলিশের হাতে সপে।
তোমার কি অনুশোচনা হয় না?
রবের নেয়ামতের শোকর যে আদায় কর না।

তুমি কি বুঝো না?
দুনিয়ার জীবনতো কিছুটা সময় মাত্র।
যা হবে মৃত্যুর মাধ্যমে পরিসমাপ্ত।

তোমার তো ফিরতে হবে রবের পানে
অকৃতজ্ঞ হয়ে কি করে দাঁড়াবে তার সনে।
মিযানের পাল্লা যখন গুনাহে হবে ভারী
থাকবে কি কেউ তোমার সাহায্যকারী?

ফিরে এসো সরল পথে,
ফিরে এসো প্রভুর দিকে।

বললে, প্রভু কি আমায় করবে মাফ?
ধুয়ে মুছে করবে কি সাফ?
দিবে কি আমায় শেষ সুযোগ?

আমি পাপ করতে করতে ক্লান্ত
তবুও পাপ থেকে হইনি ক্ষান্ত।
আমলনামাতো পাপে পরিপূর্ণ
নেকি কোঠায় হেথা যে শূন্য।

মৃদু হাসি মাখা কন্ঠে বললো আমায়,
প্রভুতো ক্ষমাশীল অসীম দয়াময়।
তাওবাই প্রভুর কাছে প্রিয় বানায়,
তাওবাই প্রভুর কাছে প্রিয় করবে তোমায়।

প্রভুর ক্ষমার তো তুলনা হয় না,
তোমার গুনাহ তার ক্ষমার কাছে কিছুই না।

আশ্বাস্ত হয়ে দাড়িয়ে গেলাম নামাজে
পরে রইলাম তার সিজদাতে,
বলতে থাকতাম আল্লাহুম্মাগফিরলী
তাকাব্বাল দায়ায়ী।
(সমাপ্ত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights