কলাপাড়ার পাঁচ ইউনিয়নে নির্বাচন আগামীকাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল। সকাল সাড়ে ৮ টায় ইভিএমের মাধ্যমে শুরু হবে ভোটগ্রহণ। ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

বুধবার দুপুর তিনটা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিনসহ ভোট গ্রহণের সরঞ্জামাদি পাঠানো হয়। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

নির্বাচনে ৪৫টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে ৮ জন ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া মাঠে র‌্যাব, বিজিবি ও পুলিশের মোবাইল টিম মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৭ হাজার ৩৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১৪১ জন সাধারণ সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রতিটি ইউনিয়নের ভোটকেন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে প্রশাসন।

কলাপড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুল রশিদ বলেন, উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights