কানাডায় বিজয় দিবস উদযাপন
কানাডা প্রতিনিধি:
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ টরন্টোর হোপ চার্চ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম সন্ধ্যা সাড়ে ছয়টায় উপস্থিত সুধীমন্ডলীকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। উদীচীর সদস্যরা বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।
পরবর্তীতে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা ও উদীচী কানাডার প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল মালিক, বর্তমান সহ-সভাপতি সৌমেন সাহা, উদীচীর উপদেষ্টা বিদ্যুৎ রঞ্জন দে, মোহাম্মদ হাবীবুল্লাহ দুলাল ও প্রোগ্রেসিভ ডেমোক্রেটিভ ইনিশিয়েটিভ (PDI )এর সাধারণ সম্পাদক মনির জামান রাজু।
অনুষ্ঠানটির মঞ্চ সজ্জা ও শব্দ ব্যাবস্থাপনায় ছিলেন উদীচীর উপদেষ্টা ও উদীচী স্কুল অফ আর্টস এন্ড কালচারের অধ্যক্ষ শিল্পী তাজউদ্দীন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জয় দাশ, দেবাশীষ দেব চৌধুরী ও উদীচীর সহ-সাধারণ সম্পাদক সুভাষ রায়। তবলায় সঙ্গত করেন শিল্পী অচিন্ত্য রায়।
উদীচী শিল্পীদের মনোমুগ্ধকর গণসংগীত ও কবিতা পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। সব শেষে সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম উপস্থিত সকল দর্শক, শিল্পী, সহযোগীদের ধন্যবাদ জানান।