কারামুক্ত ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি

অনলাইন ডেস্ক

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পাহানি জামিনে কারামুক্ত হয়েছেন। অনাহার অনশনের দুই দিনের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

ইভিন কারাগার থেকে মুক্তি পেয়ে সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন পানাহি।

৬২ বছর বয়সী পানাহিকে গত বছরের জুলাই মাসে গ্রেফতার করা হয়। সহকর্মী দুই চলচ্চিত্র নির্মাতাকে আটকের প্রতিবাদে ভিডিও পোস্ট করে ইরান প্রশাসনের রোষাণলে পড়েন তিনি।
বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন পানাহি। এরমধ্যে আছে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের সেরা পুরস্কার গোল্ডেন বিয়ার, ট্যাক্সি সিনেমার জন্য এটি লাভ করেছিলেন তিনি। সিনেমা থ্রি ফেসেসের জন্য ২০১৮ সালে জিতেছিলেন কান ফেস্টিভালের সেরা চিত্রনাট্যের পুরস্কার।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights