কালিয়াকৈরে অভিযান চালিয়ে অবৈধ ৫০০ মিটার চায়না জাল উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) ব্যুরো:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোসাত্রা বিলে মৎস্য সংরক্ষণ আইন পরিচালনা করে পাঁচশত মিটার চায়না জাল উদ্ধার করে এলাকাবাসীর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোসাত্রা বিলে অভিযান পরিচালনা করে ৬ টি চায়না জাল প্রায় ৫০০ মিটার জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চায়না জাল এলাকাবাসীর উপস্থিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কর্মকর্তা মুসলেউদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর জুয়েল রানা প্রমুখ।