কালিয়াকৈরে বাংলাদেশ জামায়াত ইসলামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) থেকে, জিল্লুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) উপজেলার সফিপুরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন।
জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা শাখার আমির মো. বেলাল হোসাইনের সভাপতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াত নেতা মো. আনিসুর রহমান বিশ্বাস, গাজীপুর জেলা প্রচার ও মিডিয়া সেলের সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, পৌর শাখার আমির মো. ইয়াসিন আলী মৃধা, মো. মোস্তফা কামাল, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম, বাংলাভিশনের গাজীপুর প্রতিনিধি মীর ফারুক হোসেন প্রমুখ।