কালিয়াকৈরে সেলিম, শ্রীপুরে জামিল নির্বাচিত

গাজীপুরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল করিম রাতে এ ফলাফল ঘোষণা করেন।

কালিয়াকৈরে গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: সেলিম আহম্মেদ (মোটর সাইকেল) ৮৩ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: কামাল উদ্দিন সিকদার (আনারস) পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট।

শ্রীপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামিল হাসান দুর্জয় (ঘোড়া) ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো: আব্দুল জলিল (আনারস) পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights