কালীগঞ্জে আগুনে ব্যাবসায়ীকের সপ্ন পুড়ে ছাই, আহত ১

” হুসাইন কবীর সুজন

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আল্লার দান ইলেকট্রনিক্সে অগ্নিকান্ডে পুড়ে ভস্মিভূত
হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ থানা সংলগ্ন আল্লার দান
ইলেকট্রনিক্সে এ অগ্নিকান্রডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও
স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ
ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত
হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন দেখে ফায়ার
সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতংক
ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনতলা ভবনের অন্য দুই তলায় গোডাউন ও পরিবার
নিয়ে বসবাস করতেন দোকান মালিক মাসুদুর রহমান। তারা নিরাপদে আশ্রয় নিলেও ইলেকট্রনিকসের দোকান নিজের ব্যবসা প্রতিষ্ঠান চোখের সামনে পুড়ে ছাই হয়ে যেতে দেখে বারবার বিলাপ করেছেন। একে একে
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর
স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লার
দান ইলেকট্রনিক্সের পাশের দোকান মোল্লা ট্রেডার্সও আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে।
আল্লার দান ইলেকট্রনিক্সের মালিক মাসুদুর রহমান জানান, দোকানের উপরেই তার
বাসা। সকালে গোসল করে এসে তিনি দোকানের সামনে এসে দেখতে পান
ধোয়া উড়ছে। এ সময় নিচে এসে দেখেন তার দোকানে আগুন ধরেছে। এরপর ফায়ার
সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে
পড়ে। দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক প্রায় ১
কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে
আসেন। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি ব্যবসায়ী নেতা ও সাধারণ মানুষ
অক্লান্ত পরিশ্রম করেছে। প্রথমে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব
হয়নি। এরপর ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আসলে দেড়
ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস
সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ
করেছে। প্রায় দেড় ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এতে
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন।
তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights