কালীগঞ্জে ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পূর্নিমা ফার্নিচারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটিতে থাকা প্রায় ২০ লক্ষ টাকার ফার্নিচার আগুনে ভষ্মিভূত হয়েছে।
জানাগেছে শনিবার রাত ১ টার দিকে শহরের নলডাঙ্গা রোডের পূর্নিমা ফার্নিচারে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। সে সময় স্থানীয়রা দোকানটির আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে দোকানটির আগুন নিয়ন্ত্রন আনে। অগ্নিকান্ডের ঘটনায় দোকানটিতে থাকা প্রায় ২০ লক্ষ টাকার ফার্নিচার সম্পূর্ণ পুড়ে গেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।