কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজলসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার সকালে নিজ নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য চারজন হলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাছুম।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের করা মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights