কুড়িগ্রামে অবরোধে যৌথ বাহিনীর টহল জোরদার

কুড়িগ্রাম প্রতিনিধি

বিএনপি ও সমমনা অন্যান্য বিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফা সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে যৌথবাহিনীর টহল জোরদার লক্ষ করা যায়। ফলে তাদের ডাকা অবরোধ কুড়িগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রবিবার সকাল থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রধান প্রধান সড়কগুলোতে যৌথ বাহিনী তাদের টহল শুরু করে। এদিকে সকালে কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দর থেকে শ্যালো নৌকা ও ফেরী চলাচল স্বাভাবিক ছিল। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিনের চেয়ে রবিবার দেরিতে ছেড়ে গেছে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস। তবে লোকাল ও দূর পাল্লার বাস চলাচল সকাল থেকে করেনি বলে জানা যায়। ফলে যাত্রীরা অটোরিক্সা বা সিএনজিতে দূরে চলাচল করতে থাকে। সকল দোকানপাট খোলা রেখে স্বাভাবিক ক্রয়-বিক্রয় চলে। অবরোধকালীন সময়ে জেলা বিএনপি বা সমমনা অন্য দলগুলোর কাউকে কোন কার্যক্রম করতে দেখা যায়নি। তবে রবিবার দুপুরের আগে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ শহরে অবরোধের বিপক্ষে অবরোধ বিরোধী মিছিল বের করে।

এদিকে, চিলমারী নৌ বন্দরের বিআইডব্লিউটিসি এর ম্যানেজার প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে প্রতিদিনের মত নৌবন্দর থেকে রৌমারীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে ফেরী চলে যায় ।এদিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হকের নেতৃত্বে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সকাল ৮টা থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে সকল সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ড করেন। কোন অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights