কুড়িগ্রামে দুই মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলায় ডিমের খাঁচার ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ফুলবাড়ী উপজেলার বেড়াকুটি এলাকার মাদক কারবারি জাহিদুল ইসলাম (৩২) ও নাগেশ্বরী উপজেলার মাদক কারবারি আনিস (৩৫)। মঙ্গলবার দুপুরের দিকে এ তথ্য জানায় জেলা পুলিশ।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি দল মঙ্গলবার ভোররাতে গোপনে সদরের ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে অভিনব কায়দায় ডিমের খাঁচা কেটে ফিটিং করা ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।