কুড়িগ্রামে ১৬ মামলার আসামি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবার ও খুনসহ ১৬টি মামলার আসামি শাহিনুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ি এলাকা থেকে শাহিনুরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়,তার বিরুদ্ধে ২০১২ সালে চুরি, ২০১৬ সালে জামালপুরে মাদক কারবারি, ২০২০ সালে উলিপুরে খুনের মামলাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে। দুর্ধর্ষ প্রকৃতির এই আসামি নানা অপকৌশলে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সবসময়ে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াতো। কিন্তু পুলিশের টহল তাকে খুঁজতে গিয়ে রোববার রাতে ধরা পড়ে। পুলিশ আরো জানায়, উলিপুর থানার একটি পুলিশের চৌকস দল দীর্ঘদিন ধরে তার গতিবিধির প্রতি পর্যবেক্ষণ বাড়িয়ে তোলে। অবশেষে ৩টি ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি গোলাম মোর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।