কৃষক লীগের ১১ জেলার সম্মেলনের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
সংগঠনকে ঢেলে সাজাতে ১১ জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কৃষক লীগ। আজ ও গতকাল রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় উপ-কমিটির মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দুইদিনের বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনের আগে প্রস্তুতি সভা করা হবে। দুই দিনের সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। সভা পরিচালনা করেন কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বনাথ সরকার বিটু।
ময়মনসিংহ বিভাগের সভায় সভাপত্বি করেন বিভাগীয় উপ কমিটির আহ্বায়ক ড. কৃষিবিদ নজরুল ইসলাম এমপি। রংপুর বিভাগের সভায় সভাপতিত্ব করেন আবদুল লতিফ তারিন। সভায় স্ব স্ব জেলা মহানগর নেতা ছাড়াও দায়িত্বপ্রাপ্ত নেতারা।
ময়মনসিংহ জেলার সম্মেলনের তারিখ করা হয়েছে ২৩ এপ্রিল ময়মনসিংহ মহানগরের সম্মেলন করা হবে ২২ এপ্রিল। এ মহানগর ও জেলার প্রস্তুতি সভা হবে ১৬ ও ২০ মার্চ। নেত্রকোনা জেলার সম্মেলনের তারিখ ধরা হয়েছে ২৪ এপ্রিল। এখানে প্রস্তুতি সভা হবে ২১ মার্চ। শেরপুর জেলার সম্মেলনের তারিখ ধরা হয়েছে ২৭ এপ্রিল। প্রস্তুতি সভা করা হবে ২৭ মার্চ। জামালপুর জেলার সম্মেলন তারিখ ধরা হয়েছে ২৮ এপ্রিল। প্রস্তুতি সভা করা হবে ২৮ মার্চ।
রংপুর মহানগর ও জেলা কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে ২১ ও ২২ জুন। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ মার্চ। কুড়িগ্রাম জেলা কৃষক লীগের সম্মেলন করা হবে ২৪ জুন। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২১ মার্চ। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ মার্চ। লালমনিরহাট জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২৩ মার্চ। গাইবান্ধা জেলার সম্মেলনের তারিখ করা হয়েছে ৭জুলাই। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। দিনাজপুর জেলার সম্মেলনের তারিখ ধরা হয়েছে ৬ জুলাই। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২৮ মার্চ।