কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার নিশ্চয়তা চায় ভোটাররা : চুন্নু

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার নিশ্চয়তা চায়। বিশেষ করে গত পাঁচ বছরের নির্বাচন সুখকর নয়। শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, নব্বইয়ের পর থেকে এখন পর্যন্ত বড় দু’টি দল নির্বাচনের পদ্ধতিতেই কোনো ঐক্যমত্যে আসতে পারেনি। ফলে আমরা নির্বাচন নিয়ে শঙ্কায় আছি। তবে ভোটাররা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন- সে আশায় আছি আমরা।

তিনি আরো বলেন, আমাদের প্রথম গুরুত্ব হলো কীভাবে শিক্ষিত ও অশিক্ষিতদের বেকারত্ব দূর করা যায়। প্রাদেশিক সরকার গঠনের মধ্য দিয়ে ঢাকাকে আমরা বিকেন্দ্রীকরণ করতে চাই। বিচার ব্যবস্থাকে আমরা মানুষের কাছে নিয়েছিলাম। এবারো ক্ষমতায় আসলে সেটি করব।
জাপা মহাসচিব বলেন, অবকাঠামো উন্নয়নে নয় বরং স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দেব আমরা। পাশাপাশি আমরা আরো কিছু বিষয়ে গুরুত্ব দেব। সবগুলোই ইশতেহারের সময় আমরা জাতির সামনে তুলে ধরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights