কেন জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিলো বতসোয়ানা?

অনলাইন ডেস্ক

জার্মানিকে এক অদ্ভুত হুমকিই দিয়েছে বতসোয়ানা। দেশটির প্রেসিডেন্ট জার্মানিতে ২০ হাজার হাতি পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।

প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসি বলেন, ‘আমরা জার্মানিকেও এমন উপহার দিতে চাই। উপহার গ্রহণের ক্ষেত্রে আমরা জার্মানদের কাছ থেকে না শুনতে চাই না।’

হাতি শিকারের (হান্টিং ট্রফি) ওপর জার্মান বিধিনিষেধের কারণেই চটেছেন বতসোয়ানার প্রেসিডেন্ট। তাই তিনি জার্মানিকে এমন হুমকি দিয়েছেন।
হান্টিং ট্রফি বা শিকারের শিরোপা হলো কোনো ধরনের বন্য প্রাণীকে গুলি করে হত্যার পর এর মাথা-চামড়া ট্রফি বানিয়ে সাজিয়ে রাখা। তবে বার্লিন এবার প্রক্রিয়া মানতে চাইছে না। তারা হান্টিং ট্রফি আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছে।

বতসোয়ানার প্রেসিডেন্ট ক্রুব্ধ হয়ে বলেছেন, জার্মানদের হাতির সঙ্গে বসবাসের অভিজ্ঞতা নেওয়া উচিত।

হান্টিং ট্রফিতে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বৃহত্তম আমদানিকারক দেশ। দেশটি চলতি বছরের শুরুর দিকে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে আমদানির ওপর কঠোর নীতি আরোপের কথা প্রস্তাব করে।

জার্মানির পরিবেশমন্ত্রী স্টেফি লেমকের নেতৃত্বাধীন পরিবেশ মন্ত্রণালয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে বতসোয়ানা। কারণ, ইতোমধ্যেই দেশটিতে হাতির সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার হয়েছে। এই অতিরিক্ত হাতির সংখ্যা মোকাবিলায় বতসোয়ানা অ্যাঙ্গোলায় ৮ হাজার ও মোজাম্বিকে আরও ৫০০ হাতি পাঠানোর প্রস্তাব দিয়েছে।

প্রেসিডেন্ট মাসিসি বলেন, ‘বার্লিনে বসে বতসোয়ানার বিষয় নিয়ে মন্তব্য করা খুবই সহজ। কিন্তু আমরা এই প্রাণী সংরক্ষণে বিশ্ব, এমনকি স্টেফি লেমকের দলের কারণে চরম মূল্য দিচ্ছি। এটা মশকরার বিষয় নয়। আমাদের যেভাবে প্রাণীর সঙ্গে বসবাস করতে বলেছে, ঠিক সেভাবে জার্মানদেরও প্রাণীদের সঙ্গে বসবাস করা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights