কেন বিজেপিকে ‘গুরু’ মানেন রাহুল গান্ধী?
‘ভারত জোড়ো যাত্রা’ শিরোনামের পদযাত্রা নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতেই সংবাদ সম্মেলন ডেকেছিলেন ভারতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। সেই সংবাদ সম্মেলনেই তিনি বলেছেন, বিজেপিকে গুরু (শিক্ষক) মানেন তিনি।
রাহুল গান্ধী বলেছেন, ‘আমি চাই তারা (বিজেপি) আমাদের আগ্রাসীভাবে আক্রমণ করুক। এটা কংগ্রেসকে তাদের আদর্শ বুঝতে সহায়তা করবে। আমি তাদেরকে (বিজেপিকে) গুরু হিসেবেই মানি। তারা আমাকে পথ দেখায়, প্রশিক্ষণও দেয়। আর তারাই বুঝিয়ে দেয় কোনটা করা উচিত নয়।’
নিজের পদযাত্রা নিয়েও কথা বলেছেন এই কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘আমি যখন এটা শুরু করেছিলাম, তখন আমি এটাকে কন্যাকুমারি থেকে কাশ্মীর পর্যন্ত সাধারণ পদযাত্রা হিসেবেই নিয়েছিলাম। ধীরে ধীরে আমরা বুঝলাম এই যাত্রা একটা কণ্ঠস্বর, একটা অনুভূতি।’
রাহুল আরও জানিয়েছেন যে, তার এই পদযাত্রা সবার জন্য উন্মুক্ত।
চীনে করোনার নতুন বিস্তার কেন্দ্র করে রাহুলের এই পদযাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ২০২২ সালের সেপ্টেম্বরে এই পদযাত্রা শুরু করেছিলেন রাহুল।
সূত্র: এনডিটিভি