কেশবপুরে সাংবাদিকের মৃত্যু

এম এইচ সুমন, কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম (৫২) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

রোববার সকালে তিনি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে স্ট্রোকে আক্রান্ত হন, পরে দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যান।

তার বাড়ি উপজেলার গোপসেনা গ্রামে তিনি দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কেশবপুর প্রতিনিধি ছিলেন। সাংবাদিক শহিদুলের মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।

রবিবার (০২ফেব্রুয়ারি) আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের সহকর্মীরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights