কোপা আমেরিকা ফাইনালে মেসিদের বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ হামেসের

অনলাইন ডেস্ক
২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে কলম্বিয়া। সেই ফাইনালের প্রায় ৯ মাস পর রীতিমত অভিযোগ নিয়ে হাজির হয়েছেন হামেস রদ্রিগেজ। ৩৩ বছরের এই মিডফিল্ডারের অভিযোগ ফাইনালে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়ায় শিরোপা বঞ্চিত হয়েছে কলম্বিয়া।

স্প্যানিশ সাংবাদিক এদু আগুইয়েরের কাছে হামেসের অভিযোগ, কলম্বিয়া সেদিন চ্যাম্পিয়ন হতে পারেনি মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। পাশাপাশি টুর্নামেন্টজুড়েও আর্জেন্টিনা বেশি সুবিধা পেয়েছে বলেও জানিয়েছেন হামেস।

হামেস বলেন, ‘দারুণ একটা কোপা আমেরিকা কেটেছে আমাদের। ব্যক্তিগতভাবেও দারুণ টুর্নামেন্ট কেটেছে। শিরোপাটা খুব করে জিততে চেয়েছিলাম, কাছাকাছিও চলে গিয়েছিলাম কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকা ইস্যুর জন্য আমরা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারলাম না।’

৩৩ বছরের এই মিডফিল্ডার বলেন, ‘রেফারি দু’টি পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো আমার চোখে একেবারে পরিষ্কার ছিল। ভিএআরের রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে দেখানো হয়নি। কিছুটা অদ্ভুত তো ছিলই সেটা।’

টুর্নামেন্টেও আর্জেন্টিনার তুলনায় কলম্বিয়ার জন্য ফাইনালের পথ কঠিন ছিল বলেও মন্তব্য করেছেন হামেস। তিনি বলেন, ‘আমরা যে পাশটাতে পড়েছি, সেদিকে ব্রাজিল, উরুগুয়ে ও আরও কঠিন দল ছিল। আর ওরা (আর্জেন্টিনা) পড়েছে দুর্বল দলগুলোর দিকটাতে। তাছাড়া আমাদের অনেক ভ্রমণও করতে হয়েছে। তবে এসব কোনো অজুহাত নয়।’

তিনি বলেন, ‘আমরা সেই ম্যাচে ভালো ফর্মে ছিলাম, আমরা একটি দুর্দান্ত ফাইনাল খেলেছিলাম। পেনাল্টির আগে মাত্র তিন মিনিট বাকি থাকতে তারা একটি গোল হজম করেছিল। তারা সবকিছু জিতেছে। আমি বলছি না যে তারা জয়ের যোগ্য দল ছিল না, তবে সত্য হলো কিছু বিষয় প্রভাব ফেলেছিল এবং আমাদের পিছিয়ে রেখেছিল। যা ঘটেছে, সেটাই বাস্তবতা।’

২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় কলম্বিয়া। টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড ৬টা অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলেছিলেন হামেস।

সূত্র : গোল ডট কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights