ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ২০২৩ বাস্তবায়ন উপলক্ষে জেলা এডভোকেসী সভায় বিশ্বে উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দিনাজপুর সিভিল সার্জন

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি ”
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার রোগ নিয়ন্ত্রন কার্যক্রম এর সহযোগিতায় ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ৫-১১ ফেব্রুয়ারি ২০২৩ বাস্তবায়ন উপলক্ষে জেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার ২৫.০১.২০২৩ইং দিনাজপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ১৩টি উপজেলা পযার্য়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে জেলা এডভোকেসী সভাতে অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন আজকের শিশুরা আগামীকালের ভবিষ্যৎ। দেশ পরিচালনার ক্ষেত্রে একদিন তাদের উপরই ন্যস্ত হবে। এইজন্য দরকার সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মেধার বিকাশ ঘটানো। সেইভাবে তাদেরকে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় থেকে সুস্বাস্থ্য হিসেবে গড়ে তুলার জন্য শিক্ষক-শিক্ষিকাদের এই বিষয়ে সচেতন করার ভূমিকা গুরুত্বপূর্ণ। উপজেলা শিক্ষা অফিসারদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারাই সবার মাঝে আলো ছড়িয়ে দিতে পারেন। ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখবে। তাদেরকে জ্ঞান-বিজ্ঞান, তথ্য প্রযুক্তির দিক থেকে উন্নত করতে হলে এবং বিশ্বে উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর স ালনায় স্বাগত বক্তব্য রাখেন সন্মানিত অতিথি দিনাজপুর প্রাথমিক জেলা শিক্ষা অফিসার মো: হোসেন আলী। এডভোকেসী সভাতে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আরজ উল্লাহ, খানসামা উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসানুর রহমান চৌধুরী, চিরিরবন্দর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, খানসামা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক,নবাবগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক ও কাহারোল উপজেলার শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান প্রমুখ।
ভিডিও প্রদর্শনের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সামিউল ইসলাম।
উল্লেখ্য যে আগামী ২০২৩ সালে ফেব্রুয়ারি ৫-১১ তারিখ পর্যন্ত জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ৫ থেকে ১৬ বছর পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights