খুলনায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে এ পর্যন্ত ৬টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা সদর থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। গ্রেফতারকৃতরা হচ্ছে সবুজ শেখ (৩৩), সুমন মিস্ত্রি (৩৬) ও লিটন শেখ (৪০)। এর মধ্যে সবুজ শেখকে এরই মধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ৫ আগস্ট রাতে নগরীর জাহিদুর রহমান সড়ক থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় খুলনা থানায় মামলা হলে পুলিশ ২২ আগস্ট জেলা স্টেডিয়াম এলাকা থেকে সবুজ শেখ (৩৩) নামের একজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সুমন মিস্ত্রি (৩৬) ও লিটন শেখ (৪০) গ্রেফতার হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জের মোকসেদপুর থেকে আরও ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights