গত অ্যাশেজ ‘সত্যিকারের অ্যাশেজ’ ছিল না: ব্রড

অনলাইন ডেস্ক
আগামী ১৬ জুন থেকে এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। যথারীতি আগে থেকেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ইংলিশ পেস তারকা স্টুয়ার্ট ব্রড তো গত অ্যাশেজকে গোনায় ধরতে রাজি নন। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ওই সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। সিডনি টেস্টে বৃষ্টি না এলে ধোলাই হতে হতো। ব্রডের দাবি, ওই সিরিজে খেলার উপযুক্ত পরিবেশই ছিল না।

ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই পেস মহাতারকা বলেছেন, ‘গত অ্যাশেজ সিরিজের চেয়ে কঠিন কিছু আর ছিল না। তবে সত্যি বলতে, আমার ভাবনায় আমি এটিকে সত্যিকারের অ্যাশেজের কাতারে রাখি না। অ্যাশেজের মানে হলো অনেক আবেগ নিয়ে অভিজাত এক লড়াই, যেখানে ক্রিকেটাররা নিজেদের খেলার চূড়ায় থাকবে। কিন্তু ওই সিরিজে কোভিডের নানা বাধ্যবাধকতার কারণে উঁচু মানের পারফরম্যান্সের সুযোগ ছিল না। ট্রেনিংয়ের সুযোগ-সুবিধা, ভ্রমণ, সামাজিকতার সুযোগ না থাকা, সব মিলিয়ে কঠিন ছিল। আমি এটিকে খালি সিরিজ হিসেবেই বাতিল করে দিয়েছি।’

আসন্ন অ্যাশেজ নিয়ে অজিদের হুমকি দিতেও ভোলেননি ৫৭৬টি টেস্ট উইকেটের মালিক ব্রড, ‘ওদের বোলাররা কিভাবে আমাদের ব্যাটারদের সামলায় সেটা দেখতে আমি মুখিয়ে আছি। আমাদের বোলিং আক্রমণের সামনে ওদের ব্যাটাররা কিভাবে ধীরস্থির থাকে, সেটিও হবে কৌতূহল জাগানিয়া। কারণ আমরা এখন এতটা আগ্রাসী ক্রিকেট খেলি। আমরা যখন এরকম ঘরানায় খেলব, তখন কি তারা নিজেদের ঘরানাতেই অটুট থাকবে? এটা তাদের জন্য বড় একটি পরীক্ষা হবে। আমার মনে হয়, অস্ট্রেলিয়া যদি আমাদের মতো খেলে আমাদেরকে জবাব দিতে চায়, তাহলে দারুণ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights