গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় দশম শ্রেণির ছাত্র সিয়াম হোসেন নিহত হয়েছেন। এসময় মারাত্মকভাবে আহত হয়েছেন তার বন্ধু বকুল। নিহত সিয়াম ও বকুল গাংনী মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিয়াম ও বকুল মোটরসাইকেলে পার্শ্ববর্তী খলিসাকুন্ডি বাজারে যাচ্ছিলো। আকুবপুর বাজারের অদুরে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে তারা রাস্তায় ছিটকে পরে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজুল ইসলাম জানান, স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights