গাইবান্ধায় বেলা বাড়ার সাথে কেন্দ্রে বাড়ছে ভোটারের উপস্থিতি
গাইবান্ধা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৬৪৬টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে প্রতিটি কেন্দ্রে বাড়ছে ভোটারের উপস্থিতি।
রবিবার বেলা সাড়ে ১২টায় গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলার ভাংগামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষদের উপস্থিতি কম থাকলেওনারী ভোটারদের দীর্ঘলাইন।
কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মিরাজ হোসেন বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৫ জন। বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে শতকরা ৩৭ ভাগ। ইতোমধ্যে ১১২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
একই চিত্রের খবর পাওয়া গেছে জেলার ৫টি আসনের অন্যান্য কেন্দ্রেও। বেলা বাড়ার সঙ্গে ওই সব কেন্দ্রে বাড়ছে ভোটারের উপস্থিতি।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১২টা পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করেননি ভোটার বা প্রার্থীরা।
এ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে সকাল ৮টায় ৬৪৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা ভোটগ্রহণ হবে বিকাল ৪টা পর্যন্ত।
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগের ৩ জন, জাতীয় পার্টির ৫ জনসহ বিভিন্ন দলের ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গাইবান্ধা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচনের পরিবেশের উপর অনাস্থা এনে গত ৩ জানুয়ারি বিকালে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।
জেলায় ৬৪৬টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৪২৩টি ভোট কক্ষের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। এসব ভোট কেন্দ্রে ভোটারদের ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন ১৩ হাজার ৯১৫ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার।
শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ২৫ প্লাটুন সেনাবাহিনী, ২৩ প্লাটুন বিজিবি, ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এছাড়াও র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য মোতায়েন করা হয়েছে।
সংসদীয় ৫টি আসনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জে ১০ জন, গাইবান্ধা-২ সদরে ৫ জন, গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়িতে ১১ জন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জে ৩ জন ও গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়িতে ৬ জনসহ ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ৭টি উপজেলার ৮১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ভোটাধিকার প্রয়োগ করবেন ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫৮৫ জন ও নারী ভোটার ১০ লাখ ৪১ হাজার ৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২১ জন।