গাজায় ত্রাণ সহায়তা শেষ হওয়া উচিত নয় : জাতিসংঘের মানবিক প্রধান

অনলাইন ডেস্ক

প্রায় দুই সপ্তাহ ধরে মারাত্মক হামলার শিকার হওয়া অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা বহনকারী ট্রাকগুলো রাফাহ সীমান্ত দিয়ে প্রবেশ করতে শুরু করেছে।

স্থানীয় সময় ১০টার দিকে মিশর থেকে রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে শুরু করে ট্রাকগুলো।

এর আগে প্রায় ৩ হাজার টন সাহায্য বহনকারী ২০০টিরও বেশি ট্রাক গাজায় ঢুকার অপেক্ষায় কয়েকদিন ধরে রাফা ক্রসিংয়ের কাছে অবস্থান করেছিল।
এদিকে, জাতিসংঘের মানবিক বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা দেওয়া ‘শেষ হওয়া উচিত নয়’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি-এ সহায়তা গাজার মানুষের জন্য খাবার-পানি, ওষুধ ও জ্বালানিসহ প্রয়োজনীয় সরবরাহ প্রদানের একটি টেকসই সূচনা হতে যাচ্ছে।

মার্টিন গ্রিফিথস আরও বলেন, সহায়তাবাহী ২০টি ট্রাক মিশর থেকে গাজায় পৌঁছতে রাফাহ ক্রসিং ছেড়েছে। এ সহায়তা শেষ হওয়া উচিত নয়

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের দুর্ভোগ কমাতে রাফাহ ক্রসিং চালু করা ‘একটি গুরুত্বপূর্ণ ও প্রথম পদক্ষেপ’।

এদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএন বলেছে, ২০টি ট্রাক গাজার অভ্যন্তরে ঢোকার পর সীমান্ত দ্রুত বন্ধ করে দেওয়া হয়।

হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম জানিয়েছে, অবরুদ্ধ গাজায় যে ২০ ট্রাক ত্রাণ বহর প্রবেশ করেছে তাতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সীমিত পরিমাণে টিনজাত খাবার আছে।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) সূত্রে জানা যায়, যুদ্ধের আগে গাজায় প্রতিদিন জ্বালানি ও অন্যান্য ত্রাণ নিয়ে ৫০০ ট্রাক প্রবেশ করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights