গাজীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী

গাজীপুর প্রতিনিধি:

রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৭ জন। তবে গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়নি। বিকেলে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন মো: খায়রুজ্জামান জানান, গাজীপুরে ক্রমশঃ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৭ জন। রাজধানী ঢাকা সংলগ্ন শিল্পাঞ্চল টঙ্গীতে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশী। গত ১ জানুয়ারি থেকে সোমবার (১০ জুলাই) পর্যন্ত জেলায় মোট ১০৯ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২জন। বর্তমানে এ রোগে আক্রান্ত ৩২ জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ২০জন ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১১জন চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ডেঙ্গু রোগে আক্রান্ত ৭৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়নি।

তিনি জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে ও মোকাবেলায় জেলায় নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ব্যাপারে জনসচেতনতার জন্য আমরা লিফলেট বিতরণ, কাউন্সিলিং ও অবহিতকরণ সভার মাধ্যমে প্রচারণা চালাচ্ছি। এছাড়া ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধসহ অতিরিক্ত বেড ও কর্ণার স্থাপন করে প্রস্তুত রাখা হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবেলায় গাজীপুর সিটি কর্পোরেশন প্রস্তুতি নিচ্ছে। এজন্য ৭৫ ড্রাম ওষুধ, ২৫ হাজার পিস ট্যাবলেটসহ অন্যান্য উপকরণ প্রস্তুত রয়েছে। যা আগামী ২/৩ দিনের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে পৌছে দেওয়া হবে। যা ফগার মেশিন দিয়ে ওয়ার্ডগুলোর বিভিন্ন স্থানে ছিটানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights