‘ঘৃণাপূর্ণ বক্তব্য’ ঠেকাতে কমিটি গঠনের নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট
অনলাইন ডেস্ক
ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো বক্তব্য ঠেকাতে এবার নতুন ব্যবস্থা নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। দেশটিতে চলমান ‘ঘৃণাময় বক্তব্যের’ মামলার বিষয়ে একটি কমিটি গঠন করতে দেশটির কেন্দ্রীয় সরকারকেও আদেশ দিয়েছে এই সর্বোচ্চ আদালত।
সাংবাদিক শাহীন আব্দুল্লাহর করা পিটিশন আমলে নিয়ে এই নির্দেশনা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারক সঞ্জীব খান্না ও এসভিএন ভাট্টির বেঞ্চ বলেছে, এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি সহাবস্থান ছিল। আদালত বলেছে, ‘এই ঘৃণাময় বক্তব্য কোনোভাবেই ভালো কিছু নয়। কেউ এটা গ্রহণ করতে পারে না।’
সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে ঘৃণা ছড়ানো বক্তব্যের কারণে জাতিগত সংঘাত বেড়েই চলেছে। আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, ঘৃণা ছড়ানোর ব্যাপারে সব সম্প্রদায়ই কমবেশি দায়ী।
সূত্র: এনডিটিভি