চট্টগ্রামের পান বিক্রেতা হত্যা মামলার আসামি বরিশাল থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পতেঙ্গার পান বিক্রেতা মো. আলমগীর হত্যা মামলার প্রধান আসামি এনামুল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে বরিশাল বিসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, পান বিক্রেতা আলমগীরকে খুনের পর প্রধান অভিযুক্ত আত্মগোপনে চলে যান। প্রযুক্তির সহায়তায় বরিশাল জেলার বিসিক এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এনামুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়।
প্রসঙ্গত, গত ৮ জুলাই পতেঙ্গা থানাধীন চরপাড় এলাকায় পিটিয়ে হত্যা করা হয় আলমগীরকে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান অভিযুক্ত এনামুল।