চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো সুজন। বৃহস্পতিবার রাতে জেলার লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসকের চুনতি রেঞ্জ মন কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালানো হয়। অভিযানে একটি যাত্রীবাহি বাস থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights