চট্টগ্রামে ইয়াবাসহ দুইজন গ্রেফতার
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. নজরুল ইসলাম (৪০) ও বেবী আক্তার (৪০)। তারা পরস্পর আত্মীয়। তাদের বাড়ি আনোয়ারা উপজেলায়। তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মাদক আইনে মামলার করা হয়েছে।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোক্তার হোসেন বলেন, পূর্ব মাদারবাড়ি এলাকায় বিপুল পরিমাণ মাদক নিয়ে তারা অবস্থান করছিল। গত বুধবার রাতে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকায় পাচার করার চেষ্টা করছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।